0 Meanings
Add Yours
Follow
Share
Q&A
Shoroter Shesh Thekey Lyrics
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার,
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার,
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার,
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার।
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে,
আর গল্প শোনাবে তোমার আমার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
শরতের শেষ থেকে ..
শরতের শেষ থেকে ..
ছায়ার মতো শীতল চোখ তোমার,
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার,
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার।
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
তোমার দু'চোখ ঘুমহীন আবার,
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার।
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে,
আর গল্প শোনাবে তোমার আমার।
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
শরতের শেষ থেকে ..
Add your song meanings, interpretations, facts, memories & more to the community.