0 Meanings
Add Yours
Follow
Share
Q&A
Diona Jatona Lyrics
দিওনা যাতনা - দেওয়ান আশিক (Diona Jatona By Dewan Aashiq Lyric)
স্থায়ী
দিওনা যাতনা এ আমায় তুমি
কোরোনা অবহেলা কোনো কারণে আবার
যেয়োনা সরে তুমি থেকোনা আর দূরে
কতটা ভালোবাসা এই মনটা জুড়ে
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
Just wanna be with you ever
অন্তরা - ১
সারাক্ষন ভেবেছি
তোমারই কথা
একবার বলে দাও
তুমি শুধু আমার
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
অন্তরা - ২
এ হৃদয় তোমারই
দিয়েছি তোমায়
ছুঁয়ে দাও আমাকে
তোমার প্রেমের মায়ায়
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
দিওনা যাতনা এ আমায় তুমি
কোরোনা অবহেলা কোনো কারণে আবার
যেয়োনা সরে তুমি থেকোনা আর দূরে
কতটা ভালোবাসা এই মনটা জুড়ে
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
Just wanna be with you ever
কোরোনা অবহেলা কোনো কারণে আবার
যেয়োনা সরে তুমি থেকোনা আর দূরে
কতটা ভালোবাসা এই মনটা জুড়ে
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
Just wanna be with you ever
তোমারই কথা
একবার বলে দাও
তুমি শুধু আমার
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
দিয়েছি তোমায়
ছুঁয়ে দাও আমাকে
তোমার প্রেমের মায়ায়
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
কোরোনা অবহেলা কোনো কারণে আবার
যেয়োনা সরে তুমি থেকোনা আর দূরে
কতটা ভালোবাসা এই মনটা জুড়ে
ছুঁয়ে দেখোনা যেন মেঘ ছোয়া
ধরা দাওনা মনে প্রেমে বাঁধা
Just wanna be with you ever
Add your song meanings, interpretations, facts, memories & more to the community.